বাষ্প বিষ নীল। ঈশান কোনে একলা ক্লান্ত চিল।
রক্তে মিশেছে একাকিত্বের কণা। সুখরা অনাবিল।
খসে পরা তারার কান্না শুনিয়েছে সে অবিরত।
মিথ্যে সুখের ফানুস। উড়ছে কাগুজে ছাই, আহত।
মিহি কাঁচের মতো কুয়াশা, ইলশেগুঁড়ি দুঃখের কণা।
চোখের কনায় বাষ্প, ভুলিয়ে রাখা মন,তাও আনমনা।
ভেসে থাকতে চাই, এটাতো শুধুই নিজেকে ভোলানো।
আসলে তো এই জীবনের নোঙ্গর খুঁজছি আমিও।
ভো কাট্টা ইচ্ছে ঘুড়ি। হয়নি বলা তোমায়।
অপেক্ষারত অহল্যা, তোমার মনের দরজায়।
অকারনে পিছু নেয় বহু পুরানো কিছু অনাদৃত শব্দ।
শীতলপাটির খোঁজে ক্লান্ত জীবন। সময়ের শব্দজব্দ।
সব ফিরে আসা আসলে আসা হয়ে ওঠে না।
সব মন খারাপের আসলে কোন কারণ হয় না।
Comments