top of page
Search

ইস্তেহার



এলো মেলো লেখা ।


আঁকি বুঁকি আর কাটা কুটি।


নীল খাম ।


মেঘের ভেলা।


তোমার নামে উড়ো চিঠি।


গভীর সমুদ্র।


নীলচে ঝিনুক।


আমার অভিমানী রুক্ষ ঠোঁট ।


তোমার সিক্ত চিবুক।


তোমার হারিয়ে যাওয়া গানের খাতা।


বৃষ্টি তে উড়ে যাওয়া জীবনের কিছু পাতা।


আমার অশান্ত হৃদয়।


তোমার ছুঁয়ে থাকা ।


মিলিয়ে যাওয়া সময়।


সাদা কালো স্মৃতির ভিড়।


নিতান্তই নির্দয়।


দিনের শেষে রঙিন পাখির ঘরে ফেরা।


তোমার চোখের তারায় আমার ঝরে পড়া।

8 views0 comments

Recent Posts

See All
bottom of page