কবিতারা আজ নিয়েছে ছুটি, নীল সায়রে একা দ্বৈপায়ন।
হারানো সময়ের আঁচলে বাঁধা আজও ঝড়ের সন্ধিক্ষন।
মন কেমনের আতর মাখা হলুদ পালক। স্মৃতির খোলা পাতা।
মৃত শরীরের খাঁজ বেয়ে তবু বেড়ে ওঠে অবাধ্য আইভি লতা।
তোর অনাবৃত শরীরের ঘ্রান। অমৃতের অমোঘ আকর্ষণ।
আমার ছোঁয়ায় জাগে স্থিরতড়িৎ। শিউরে ওঠা শিহরণ।
উষ্ণ ভাতের ভাপে, আমার শীত ঘুম। প্রিয় ভীষণ।
আয়নার ভাঁজে আটকে আছে ঘর শত্রু বিভীষণ।
ঘর ভাঙে ঘর। মনের মাঝে মন। অন্য কারুর বসবাস।
অস্ফূটে নড়ে ঠোঁট। নিষিদ্ধ নাম। নিঃসঙ্গতার সাথে সহবাস।
একাকিত্ব না পাপবোধ কোনটায় বেশি কষ্ট?
ঘষা কাঁচের ওধারটা আমার এখন বড়ই অস্পষ্ট
কাঁচের সিন্দুকে রাখা আছে মরচে ধরা তোর স্মৃতিহীন জলছবি।
যন্ত্রনারা আজ রূপান্তরিত শব্দ। নীল জলে ভাসে ক্লান্ত রক্তকরবী।
ছেঁড়া খামের ভাঁজে রাখা আছে একলা একটা গোটা রাত।
এভাবেও কি ফিরে আসা যায়, রেখে সূর্যের বুকে হাত?
Commentaires