top of page
Search
supratimsworld

সারাংসার



অনেকটা পথ চলা নিতান্তই একা একা।


কঠিন অংকে বাঁধা পদক্ষেপ মাপা মাপা।


ভীষণ ক্লান্ত দিনের পর চুঁইয়ে পড়া নিঃসঙ্গ দীর্ঘ রাত।


আধো ঘুমে স্বপ্নের গোলকধাঁধায় আমার যাতায়াত।


এলোমেলো অগোছালো বিছানা। কোঁচকানো চাদর।


দোমড়ানো মোচড়ানো কান্না। বিষণ্ণতার ক্লান্ত আদর।


সম্পর্কের জটিল বুনন। হাসির আড়ালে শুন্য অন্তসার।


ভালোবাসার মোড়কে আসলে সবই নিতান্তই দরকার।


হিসাব মেলাতে পারি না। থাকবো কি না, যাবো কি না ।


নিজের কাছে নিজেই থেকে গেলাম ভীষণই অচেনা।

6 views0 comments

Recent Posts

See All

תגובות


bottom of page