আয়না তুই কেন ভেঙে পড়ে যাস না ।
রোজ যাকে দেখি , তাকে তো আমি চাই না ।
কতবার চেয়েছি ছেড়ে যেতে, কিন্তু পারি না ।
অনিচ্ছা তেও কেন দেখতে হয় বারংবার ।
নিজের সেই অন্তঃসার শুন্য সারংসার।
আয়না তুই কেন ভেঙে পড়ে যাস না ।
লজ্জা হয়, ঘেন্না হয় , আর আছে নীল যন্ত্রনা।
কবরের ধার ধরে শুয়ে আছি একা, কাশফুল চাপা কান্না।
কলম ধরেছি বহুবার, তবু কেন এপিটাফ লিখতে পারি না।
Comments