বিক্ষিপ্ত মন । আক্রান্ত হৃদয়।
অলিন্দ এর অলিগলি , নীলচে নিলয়।
আঁকড়ে ধরা হাত, হটাৎ হাতছাড়া।
নিকষ কালো অন্ধকার, ধূসর শুকতারা।
হারিয়ে যাওয়া সময় , না ফেরা কিছুক্ষণ।
অভিযোগ, অভিমান আর স্মৃতির অনুসরণ।
ব্যস্ততার আড়ালে নির্লিপ্ত ঠোঁট।
ইশান কোনে ঝড় সব ওলট পালট।
গর্জে ওঠা মেঘ, নির্মম উদাসীনতা।
হৃৎপিণ্ডে খামচে ধরা না মেলা অঙ্কের খাতা।
বিষন্ন মন। ছেঁড়া ছেঁড়া সম্পর্কের ছায়া।
আলতো করে ছুঁয়ে থাকা জীবনের মায়া।
Comments