top of page
  • Facebook
  • Instagram
  • Twitter
  • Pinterest

অভিমান


ree


তোমার আমার মনের কাটাকুটি। চিরন্তন সমান্তরাল।


স্বপ্নেরা আজ নিতান্তই ঝরা পাতা। পর্ণমোচির অন্তরাল।


সম্পর্কের উষ্ণতায় আজ শুধুই জলের দাগ। মৃত মাছের চোখ।


সব শেষ হওয়ার পর ও ধিকি ধিকি করে জ্বলা নীরব অভিযোগ।


অভিমানের খেয়া নৌকা আজ ভাসছে অনেক দূরে।


জল থই থই মনের কোনা, এখনও ভীষণই আদুরে।


মনের খাতায় আজ ক্লান্ত সময়ের ছাপ। স্মৃতির সমুদ্র স্নান।


ভালোবাসারাই আজ শুধু জেগে আছে। বিব্রত অভিধান


একে একে হারিয়েছি যা কিছু নিজের বলা যায়।


মনের ছোঁয়া আজ ও অধরা। অনুভূতিরা অসহায়


দু এক ফোঁটা বৃষ্টি আজ এসে মিশছে নোনতা চেনা জলে।


কাঙাল মন, আশায় পাগল। যদি ফিরে আসো পথভুলে।

Comments


bottom of page