top of page
  • Facebook
  • Instagram
  • Twitter
  • Pinterest

বোধিস্বত্ব


ree

আমার মধ্যে এ আমি এক অজানা আমি, অন্য ডাকনাম।


ভীষণই সমনামী তবুও কেন এত বদনাম।


ছড়ানো কাচের টুকরো তবুও তরল পিছুটান।


জটিল অঙ্কের খাতা। ক্লান্ত সমাধান।


দিশাহারা আমি। হাজার মুখোশের ভিড়ে হারিয়ে গেছে মুখ।


নীলচে জোনাকী।আলেয়ার আলোর হাতছানি, অলীক সুখ।


পুড়ছে অবশেষ। মিলিয়ে যাওয়া বৃত্ত। লাস্ট কাউন্টার।


অবহেলিত নিঃস্ব অভিমান। পাড়ানির অপেক্ষায় পারাপার।


মুছে যাওয়া লালচে রেখা। দৃষ্টির গভীরতায় শুধুই শুন্যতা।


মুক্তধারায় ভিজতে থাকা ছেঁড়া সুতো মন। ডানাকাটা।



Comments


bottom of page