top of page
  • Facebook
  • Instagram
  • Twitter
  • Pinterest

সমাপন



বসন্ত এসে মিশেছে হেমন্তে। হারিয়ে গেছে ডাকনাম।


স্মৃতিরা ছাড়ছে হাত । বিষাদ ছুঁয়েছে জমানো অভিমান।


অবহেলায় ক্লান্ত আমার অনুভূতিরা আজ বড়ই উদাসীন।


সিঁড়ি ভাঙা অঙ্কে উত্তর মেলানো আজ ও ভীষণই কঠিন।


প্রিয়জনের গোলকধাঁধায় ,নিতান্তই আমি প্রয়োজন।


চারিদিকে রঙ্গিন আলোর মালা। সময়ের বিভাজন।


আবার নিজেকে ভোলানোর তবুও ব্যর্থ আয়োজন।


গোধূলির বুকে সন্ধ্যার নির্বাক অভিমানী সমাপন।


নিখাদ একরাশ চাপা কান্না আজ বরফ কঠিন।


অভিমানী মন, একলা এখন। নিকষ কালো কফিন।


মধ্য রাতের মারু বিহাগ ধরেছে মন সানাই।


তবু আর একবার আমি ফিরে আসতে চাই।


নীল জোনাকির জ্বলা নেভা তোমার চোখের তারায়।


আমি আরো একবার ডুবতে চাই তোমার ভালোবাসায়।


শেষ বিকেলের হাওয়ায় উড়ছে দগ্ধ সময়ের ছাই।


আমি এখনো তোমাকেই আর শুধু তোমাকেই চাই।

Comments


bottom of page